Site icon Techpro Times

সাধারণ টার্মস ও গোপনীয়তা নীতি

সাধারণ টার্মস 

মানুষ ভুল থেকে সর্বদা শিক্ষা লাভে অভ্যস্ত। Techpro Times একটি প্রকৌশলি বিযষয়ক ওয়েবসাইট, ভুলবশত যদি কোনো কন্টেন্ট এ রাষ্ট্র, ধর্ম, বর্ন , ব্যক্তি কিংবা সমাজের বিরূদ্ধে লিখি তা যদি আপনার দৃষ্টিগোচর হয় অবশ্য  কমেন্ট করে কিংবা যোগাযোগ সেকশনে গিয়ে ইমেইলের মাধ্যমে Techpro Times ওয়েব সাইটের এডমিন কে জানাবেন। আপনার প্রত্যেকটি মূল্যবান কমেন্ট গুরুত্ব দিয়ে নিজ দায়িত্বে সেই পোষ্টটি ডিলিট করে দেব। কিন্তু কোনো কারন ব্যতীত অযথা খারাপ মন্তব্য করে ইমেইল করবেন না এতে Techpro Times এডমিনের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে এবং আমার কাজ করার উৎসাহ কমে যাবে। আশা করছি আপনি এসকল খারাপ কর্ম থেকে বিরত থাকবেন।

গোপনীয়তা নীতি 

1.Techpro Times ওয়েবসাইটে যদি প্রবেশ করতে গিয়ে ইমেইল আইডি কিংবা মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করতে হয় অবশ্যই তা সুরক্ষিত রাখা হয় কিন্তু তার নিরাপত্তার ১০০% দায়িত্ব Techpro Times এডমিন নেয়না।

2.এই ওয়েবসাইটে সকল কনটেন্ট সবার জন্য উন্মুক্ত, যদি কোনো ক্ষেত্রে আমাদের কোন পোষ্টের লিংকে ঢোকার পূর্বে কোন ইমেইল আইডি কিংবা মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করতে বলে মনে করবেন ওই লিঙ্কটি Techpro Times এডমিন কর্তূক সরবরাহকৃত নয়।

3.Techpro Times ওয়েবসাইট সাবস্ক্রাইব করা ছাড়া কোন জায়গায় ইমেইল আইডি চাওয়া হয় না, যদি সাবস্ক্রাইব করা ছাড়া আমাদের অন্য কোন জায়গায় বা অন্য কোন পোস্টে ইমেল আইডি চাওয়া হয় আর তা আপনি ইমেল দিয়ে পূরণ করেন এর নিরাপত্তার দায়িত্ব Techpro Times এডমিন কখনো নেবে না।

4. Techpro Times ট্রাফিক বিশ্লেষণ করতে এবং বিজ্ঞাপন সরবরাহ করতে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কুকি ব্যবহার করে থাকি। আমরা  বিভিন্ন প্রকার বিজ্ঞাপন যেমন গুগল এডসেন্স এবং গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আপনাদের সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানোর ইনফরমেশন শেয়ার করে থাকি।

আমাদের নীতিমালা আপনার একমত প্রসঙ্গে

Techpro Times এই ওয়েবসাইটসহ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ,  ইনস্টাগ্রাম,হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট প্রভৃতি প্লাটফর্মের নীতিমালার সঙ্গে একমত পোষণ করে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ, ইনস্টাগ্রাম,হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট আপনার জন্য উন্মুক্ত। যদি আমাদের নীতিমালার সঙ্গে একমত পোষণ না করেন,তাহলে উপরে বর্ণিত প্লাটফর্ম ব্যবহার থেকে বিরত থাকুন। 

Exit mobile version